ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
চীন থেকে এএফপি জানায়, সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মোদি একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি ও পুতিন একই গাড়িতে করে বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ মোদি লিখেন, ‘তার (পুতিন) সঙ্গে কথোপকথনে সব সময় নতুন চিন্তার দুয়ার খুলে যায়।’