বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি : এএফপি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভলে আশা করা হচ্ছে। রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে আন্তর্জাতিক চাপের মধ্যে এ বৈঠক হচ্ছে।  

একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সোমবার ওই সূত্রটি জানিয়েছে, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে ‘আমরা এমন একটি বৈঠকের পরিকল্পনা করছি’। 

সূত্রটি  আরো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই বৈঠকে যোগদানের কোনো সম্ভাবনা নেই।

প্যারিস আলোচনার মূল বিষয় হবে- ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ও কূটনীতি প্রচার। কারণ রাশিয়ানরা আবার যুদ্ধ শেষ করার প্রচেষ্টা থেকে সরে যাচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের চারপাশে কূটনৈতিক উত্তেজনার মধ্যে পশ্চিমা-সমর্থিত নিরাপত্তা গ্যারান্টির বিষয়টি প্রাধান্য পেয়েছে।

কিয়েভ ভবিষ্যতে রাশিয়ার যে কোনো আক্রমণ রোধ করার জন্য এই ধরনের গ্যারান্টি চায়। 

সংঘাত শেষ হওয়ার পর, দেশটির সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা হিসেবে নেতাদের মধ্যে প্রকাশ্যে একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের কথা বলা হয়েছে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন,  মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ইউরোপীয় শান্তিরক্ষা পরিকল্পনাকে সমর্থন করতে পারে। তবে ইউক্রেনে মার্কিন সৈন্য মোতায়েন করা হবে না।

রাশিয়া যে কোনো পশ্চিমা শান্তিরক্ষী সৈন্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 
গত সপ্তাহে ক্রেমলিন বলেছে, তারা এই ধরনের আলোচনাকে ‘নেতিবাচকভাবে’ দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু 
সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত
নীলফামারীতে বিনামূল্যে ৩ লাখ ৬৬ হাজার মাছের পোনা বিতরণ
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জয়পুরহাট রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
চবি’তে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পরীক্ষা স্থগিত
খাগড়াছড়িতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের
ফরিদপুরে গ্রাম আদালতের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক সভা 
১০