জাপানে ভালুকের আক্রমণ বৃদ্ধি, অস্ত্র রাখার নিয়মে শিথিলতা

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাপানে সম্প্রতি ভালুকের আক্রমণ বেড়ে যাওয়ার পর আজ সোমবার বন্দুক রাখার নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে শিকারিদের রাইফেল ব্যবহারে আর কড়াকড়ি থাকছে না।

জাপানের রাজধানী টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জনসংখ্যা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে জাপানের আবাসিক এলাকায় বন্য ভালুকের উপস্থিতি বাড়ছে।

চলতি বছরের এপ্রিল থেকে সে দেশে ভালুকের আক্রমণে চারজনের প্রাণ গেছে। গত আগস্ট মাসে হোক্কাইদোতে একজন পর্বতারোহী ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছে এবং এ ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

গত জুলাইয়ে উত্তরাঞ্চলীয় শহর কিতাকিতা’র উপকণ্ঠে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রের বাইরে ভালুকের আক্রমণে একজন নারী অজ্ঞান হয়ে পড়েছিলেন।

ওই মাসেই গলফ খেলার মাঠে ভালুক ঢুকে পড়ায় খেলা স্থগিত রাখতে হয়েছিল। এছাড়া জুনে স্থানীয় একটি বিমানবন্দরের রানওয়েতে একটি ভালুককে ঘুরে বেড়াতে দেখা গেছে।

জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর হিসেবেই সবার জানা। সেখানে শিকারের জন্য রাইফেল ব্যবহারে পুলিশের অনুমতি নিতে হয়। তবে, আজ থেকে লোকজনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি পরিস্থিতিতে শিকারিদের রাইফেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন নগর ও শহরের কর্মকর্তারা ।

এ বছরের মার্চ পর্যন্ত গত অর্থবছরে জাপানে ৮৫ জন ব্যক্তি ভালুকের আক্রমণের শিকার হয়েছে এবং তাদের মধ্যে তিনজন মারা গেছে। একই সময়ে ৫ হাজার ১৩৬টি ভালুক হত্যা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ এলাকায় জনসংখ্যা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভালুকের খাদ্য ও শীতনিদ্রার সময় প্রভাবিত হচ্ছে। এর ফলে বেশি সংখ্যক ভালুক লোকালয়ে চলে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’কে ফুলেল শুভেচ্ছা জানালো এনসিপি
আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পশ্চিমা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন শি ও পুতিন
ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর
ডিএমপি’র এডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত
অক্টোবরে বিসিবি নির্বাচন
দেশের ৯৫ ভাগ মানুষ নির্বাচন চায় : সিলেটে বুলু
১০