প্রবল বাতাসের কারণে গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফিরে গেল বার্সেলোনায়

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ভূমধ্যসাগরে প্রবল বাতাসের কারণে গাজাগামী মানবিক ত্রাণবাহী একটি নৌবহর এবং পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গসহ ফিলিস্তিনিপন্থী শত শত কর্মী বার্সেলোনায় ফিরে যেতে বাধ্য হয়েছে। 

স্পেনের বার্সেলোনা থেকে বার্তা সংস্থা এএফপি আজ সোমবার আয়োজকদের বরাতে এ খবর জানিয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যেই মানবিক করিডোর খুলতে এবং ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যা বন্ধে চাপ সৃষ্টি করতে গতকাল রোববার প্রায় ২০টি জাহাজের একটি বহর বার্সেলোনা ছেড়ে যায়।

সংস্থাটি আরো জানায়, বৈরী আবহাওয়ার কারণে আমরা জাহাজগুলো বন্দরে ফেরাতে বাধ্য হই। তবে, জাহাজগুলো বন্দরে কখন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

ঘণ্টায় ৫৫ কিলোমিটার গতিতে বাতাস বইছিল উল্লেখ করে আয়োজকরা জানান, ছোট নৌকাগুলোর ঝুঁকি বিবেচনায় বিপদ এড়াতে আমাদের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। সকল অংশগ্রহণকারীর নিরাপত্তা ও ভালোর দিকটি বিবেচনায় নিয়ে আমাদের মিশনের সাফল্য নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রা পুনরায় শুরুর ব্যাপারে আজ সোমবার আয়োজকরা বৈঠকে বসবেন।

গত জুন ও জুলাই মাসে জাহাজে করে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ পৌঁছে দিতে ফিলিস্তিনপন্থী কর্মীদের উদ্যোগ আটকে দিয়েছে ইসরাইল। চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে গাজায় নৌবহরটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
১০