ইন্দোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন, হাজার হাজার মানুষের বিক্ষোভ 

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার আইন প্রণেতাদের জন্য বিশাল সুযোগ-সুবিধার ব্যাপারে বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ সোমবার দেশব্যাপী রাস্তায় নেমে এসেছে। 

দেশব্যাপী বিক্ষোভে ছয় জন নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাকার্তায় জাতীয় সংসদের বাইরে কমপক্ষে ৫শ’ বিক্ষোভকারী জড়ো হয়। সারা দিন সেনা ও পুলিশ তাদের নজরে রেখেছে। 

দেশটির  প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সূর্যাস্তের মধ্যে বিক্ষোভ শেষ করার সতর্ক করার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এএফপির সাংবাদিকদরা জানান, সুমাত্রা দ্বীপের পালেমবাংয়ে আরো হাজার হাজার মানুষ সমাবেশ করেছে এবং বোর্নিও দ্বীপের বানজারমাসিন, জাভার যোগকার্তা ও সুলাওয়েসির মাকাসারে শত শত মানুষ পৃথকভাবে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ শেষ হওয়ার আগে সংসদের বাইরে বিক্ষোভকারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২০ বছর বয়সী নাফতা কেইসিয়া কেমালিয়া বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হল, সংসদ সংস্কার করা’।

গতকাল সোমবার জেনেভায়, জাতিসংঘ ইন্দোনেশিয়ার বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘সংসদীয় ভাতা, কঠোর ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় বল প্রয়োগের অভিযোগের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ায় সহিংসতার তীব্রতা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ 

তিনি এক বিবৃতিতে বলেন, ‘জনগণের উদ্বেগ মোকাবেলায় আমরা সংলাপের গুরুত্বের ওপর জোর দিচ্ছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০