দারফুরে ভূমিধসে ১ হাজারের বেশি মানুষের প্রাণহানি 

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে এক বিশাল ভূমিধসে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। এই অঞ্চল নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী সোমবার রাতে জানায়, সেখানে মাত্র একজন জীবিত আছে। 

সুদান লিবারেশন মুভমেন্ট/সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক’দিনের ভারী বৃষ্টিপাতের পর  রোববারের এই প্রাকৃতিক দুর্যোগ মারারা পাহাড়ের তারাসিন গ্রামকে ধ্বংস করে দিয়েছে।

প্রাথমিক তথ্য অনুসারে গ্রামের সকল বাসিন্দার মৃত্যু হয়েছে, যাদের সংখ্যা আনুমানিক এক হাজারেরও বেশি। তাদের মধ্যে মাত্র একজন জীবিত আছে।

এতে আরো বলা হয়, ‘বিশাল ও  বিধ্বংসী’ ভূমিধসে গ্রামটি সমতল হয়ে গেছে এবং লেবু উৎপাদনের জন্য পরিচিত অঞ্চলটির একটি অংশ ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।

মৃতদের উদ্ধারে সাহায্যের জন্য গোষ্ঠীটি জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থার কাছে আবেদন করেছে।

সুদানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখন তৃতীয় বছরে পা দিচ্ছে। এটি সুদানকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। দারফুরের কিছু অংশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

মার্চ মাসে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দারফুরে, বিশেষ করে এল-ফাশারে লড়াই তীব্র আকার ধারণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
১০