দুর্নীতির মামলায় বিচারকরা ‘রাজনীতি করছেন’ বলে অভিযোগ স্পেনের প্রধানমন্ত্রীর

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ আপডেট: : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার কয়েকজন বিচারকের বিরুদ্ধে ‘রাজনীতি’ করার অভিযোগ এনেছেন। 

সানচেজ কয়েকটি দুর্নীতির মামলার জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। 

মামলাগুলোতে স্ত্রী ও ভাইসহ তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহার, কর জাতিয়াতি, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তার মামলাগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি পাবলিক টেলিভিশন স্টেশন টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এমন বিচারক আছেন, যারা রাজনীতি করেন।’ 

এই বিচারকদের সম্পর্কে তিনি বলেন, ‘সৌভাগ্যবশত এদের সংখ্যা কম। কিন্তু এটি বিদ্যমান এবং এটি ভয়াবহ ক্ষতি করে, এটি ন্যায়বিচার ও বিচার বিভাগের জন্য অপরিসীম ক্ষতি করে।’

সানচেজের কথাতে তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নেওয়া বিচারকদের প্রতি তার ক্ষোভ স্পষ্ট।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা এই সমাজতান্ত্রিক নেতা বলেন, তার আত্মীয়দের বিরুদ্ধে মামলাগুলো ভিত্তিহীন এবং এগুলো অতি-ডানপন্থী গোষ্ঠীগুলোর অভিযোগের ভিত্তিতে পরিচালিত।

তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি যে রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে এমনটা ঘটতে পারে। বিশেষ করে যখন এটি মিথ্যা অভিযোগ, অতি-ডানপন্থী সংগঠনের প্রেস ক্লিপিং থেকে আসে, যারা মামলা করার জন্য কিছু আদালতে তাদের উপস্থাপন করেন।’ 

সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ গত বছরের এপ্রিল থেকে মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ে তার অতীতের শিক্ষাগত চাকরির সঙ্গে সম্পর্কিত দুর্নীতি ও প্রভাব বিস্তারের অভিযোগে তদন্তাধীন রয়েছেন।

তার ছোট ভাই ডেভিড সানচেজ আত্মসাৎ, প্রভাব বিস্তার ও কর জালিয়াতির অভিযোগে তদন্তাধীন রয়েছেন।

প্রধানমন্ত্রীর সাবেক ডান হাত, সান্তোস সেরদানকে জুন মাসে সরকারি চুক্তিতে ঘুষ নেওয়ার তদন্তে আটক করা হয়।

সাবেক পরিবহন মন্ত্রী হোসে লুইস আবালোস ও তার উপদেষ্টা কোলডো গার্সিয়াও একই মামলায় তদন্তাধীন রয়েছেণ।

সানচেজ তার সমাজতান্ত্রিক দলের মধ্যে পদ্ধতিগত দুর্নীতির দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমার কাছে এমন কোনও বস্তুনিষ্ঠ তথ্য ছিল না, যা ইঙ্গিত করে যে তারা দুর্নীতির কথিত কাজ করতে পারে’।

দুর্নীতির মামলার কারণে সানচেজের সংখ্যালঘুরা জনমত জরিপে সমর্থন হারিয়ে ফেলেছে এবং বিরোধীরা তার পদত্যাগের দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
১০