ঘানার প্রধান বিচারপতি বরখাস্ত

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সোমবার ঘানার রাষ্ট্রপতি বলেছেন যে পশ্চিম আফ্রিকার দেশটির প্রধান বিচারপতিকে পদের অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর তিনি তাকে বরখাস্ত করছেন।

আক্রা থেকে এএফপি এ খবর জানায়। 

৬১ বছর বয়সী গার্ট্রুড আরাবা এসাবা স্যাকি টোরকোনো ২০২৩ সালে ঘানার উচ্চ আদালতের প্রধান বিচাপতি হিসেবে দায়িত্ব নেওয়া তৃতীয় নারী। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

প্রেসিডেন্ট জন মাহামা অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্ট একজন বিচারপতিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেন। ওই অভিযোগের মধ্যে বিচারিক নথি জালিয়াতি ও সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

সোমবার প্রেসিডেন্টের দপ্তর থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয় যে কমিশন তদন্তে অভিযোগগুলোর ভিত্তি প্রমাণিত হয়েছে এবং তাকে পদ থেকে অপসারণের সুপারিশ করেছে।

এতে বলা হয়েছে ‘প্রেসিডেন্ট জন মাহামা তাৎক্ষণিকভাবে প্রধান বিচারপতিকে পদ থেকে অপসারণ করেছেন।’ তিনি হলেন প্রথম কর্মরত প্রধান বিচারপতি যার বিরুদ্ধে তদন্তের পর বরখাস্ত করা হয়েছে।

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী মাহামা দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন।

টরকোনুর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আলফ্রেড টুয়া-ইয়েবোয়া, মাহামার প্রধান বিচারপতিকে অপসারণের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, এটি একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে।

তিনি বলেন, যে আবেদনটি আমি পড়েছি, তা তাকে অপসারণের যথাযথ ভিত্তি দেখায়নি এবং যোগ করেছেন, এমন পদক্ষেপের জন্য কেবলমাত্র  ‘খুব গুরুতর অপরাধ’ই যুক্তিসঙ্গত হতে পারে।

তিনি আরও বলেছেন, যদি প্রয়োজনীয় মানদণ্ড হয় যে আমরা আবেদনপত্রে যা পড়েছি, তাহলে আমি বিচার ব্যবস্থার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।

তিনি সতর্ক করেছেন যে এই সিদ্ধান্ত ভবিষ্যতে আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০