ভিয়েতনাম স্বাধীনতার ৮০ বছর পূর্তি উদযাপনের রেকর্ড

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্বাধীনতা ঘোষণার ৮০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ভিয়েতনাম তার সর্ববৃহৎ জনসভার আয়োজন করেছে। 

হ্যানয় থেকে এএফপি এ খবর জানায়।

প্রায় ৪০ হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক ভোরবেলা রাজধানী হ্যানয়ে কুচকাওয়াজের ভেতর দিয়ে ১৯৪৫ সালে কমিউনিস্ট বিপ্লবী হো চি মিন ফরাসি শাসন থেকে ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম’ ঘোষণা করার তারিখ উদযাপন করে।

সকালের প্রচণ্ড রোদে লাখ লাখ মানুষের ভিড়ের ওপর  দিয়ে হেলিকপ্টার ও বিমান উড়ে যায়। 

৭৮ বছর বয়সী প্রবীণ সৈনিক ফাম থান ভ্যান, আমেরিকান সৈন্যদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় অর্জিত পদক সম্বলিত তার সামরিক পোশাক পরে সামনের সারির আসন থেকে হো চি মিনের সমাধিসৌধ অবলোকন করছিলেন । 

তিনি এএফপিকে বলেন, ‘এটি হবে আমার শেষ স্মৃতি । আমাদের ভুলে যেও না।’ 

ফাম থান ভ্যান আরো বলেন, ‘আমি খুবই গর্বিত যে স্বাধীনতা দেশে উন্নয়ন ও সমৃদ্ধি এনেছে। আমি মনে করি এটির জন্য লড়াই করা মূল্যবান।’

হ্যানয়ের শীর্ষ নেতা তো লাম কুচকাওয়াজের শুরুতে একটি বক্তৃতা দেন।  চীনের তিন নম্বর কর্মকর্তা ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি,  কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ও কিউবার  প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এ সময় তার সঙ্গে উপস্থিত  ছিলেন।

লাম বলেন, ‘এই পবিত্র মুহূর্তে, আমরা শ্রদ্ধার সঙ্গে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করছি।’ 

‘আমাদের জাতি অসংখ্য অসুবিধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আমাদের দেশ একটি উপনিবেশ থেকে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছে, আধুনিকতা ও গভীর একীকরণের দিকে ক্রমশ এগিয়ে চলেছে।’

প্রায় দুই ঘন্টা ধরে চলা এই  শোভাযাত্রায় ভিয়েতনামি সৈন্যদের সঙ্গে চীনা ও রুশ সৈন্যরা মিলিত হয়। 

এই মিছিলের শুরুতে রাজধানীর উপর দিয়ে জাতীয় হলুদ-তারকা পতাকা এবং হাতুড়ি-কাস্তে ব্যানার বহনকারী হেলিকপ্টারগুলোর একটি স্কোয়াড্রন মিছিল করে।

নীচে, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত তরুণরা বিশাল পুষ্পস্তবক অর্পণ করে, কামানের গোলা চালিয়ে আনুষ্ঠানিক শ্রদ্ধা ও অভিবাদন জানায় এবং সাদা পোশাক পরিহিত পুলিশের একটি অনার গার্ড উপস্থিত হয়।

৩৪ বছর বয়সী মুগ্ধ দর্শক ট্রান নগুয়েন ট্রুং চিয়েন বলেন, ‘এটি ভিয়েতনামের শক্তি প্রদর্শন করে। জনগণ তাদের সকলকে স্বাগত জানাচ্ছে, যা ভিয়েতনামের উচ্চ দেশপ্রেমের প্রতিফলন ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০