ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ১৩

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী  রাতভর  গাজায় একটি অ্যাপার্টমেন্ট ও একটি আবাসিক ভবনে  হামলা চালিয়েছে। 

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলায় ১৩ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে। 

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘ইসরাইলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ-পশ্চিম গাজা শহরের একটি আবাসিক ভবনের ওপরের তলায় হামলা চালিয়েছে। ওই হামলায় ১০ জন নিহত হয়েছে।’

বাসাল আরো বলেন, ‘ইসরাইলি হেলিকপ্টারগুলো শহরের পশ্চিমে একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে। ওই হামলায় তিন জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’

ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম নগর গাজা শহর দখলের জন্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। 

সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় বোমাবর্ষণ তীব্রতর করেছে এবং বাসিন্দাদের জরুরি ভিত্তিতে স্থানান্তরের জন্য সতর্কতা জারি করেছে।

জাতিসংঘের অনুমান যে গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লক্ষ মানুষ বাস করে, যেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক পরিসংখ্যান অনুসানে জান গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের আক্রমণে এক হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৩ হাজার ৫শ’ ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। 

জাতিসংঘ হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোয়ানের আহ্বান
চব্বিশের জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে শোভাযাত্রা
ত্রয়োদশ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি 
হালদা নদীতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান
টঙ্গীতে ছিনতাই রোধে মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট স্থাপন
পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব’ ছড়াচ্ছে : মির্জা ফখরুল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
১০