ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি 

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাশিয়ার সাড়ে তিন বছরের দখলদারিত্বের অবসান ঘটাতে আন্তর্জাতিক চাপের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সোমবার সূত্রটি জানায়, জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের মধ্যে আমরা এমন একটি বৈঠকের পরিকল্পনা করছি। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সেখানে আসার খুব বেশি সম্ভাবনা নেই।’

সূত্রটি জানায় প্যারিস আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা ও কূটনীতি প্রচার, কারণ রাশিয়ানরা যুদ্ধ শেষ করার প্রচেষ্টা থেকে আবারও সরে যাচ্ছে।

ইউক্রেনকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনায় যুদ্ধবিরতি কার্যকর হলে, ইউক্রেনের জন্য পশ্চিমা-সমর্থিত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রাধান্য পেয়েছে।

কিয়েভ ভবিষ্যতে রাশিয়ার যে কোনো আক্রমণ ঠেকাতে এই ধরনের নিশ্চয়তা চায়।  সংঘাত শেষ হওয়ার পর, সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা হিসেবে নেতাদের মধ্যে প্রকাশ্যে একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের কথাও বলা হয়েছে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ইউরোপীয় শান্তিরক্ষা পরিকল্পনাকে সমর্থন করতে পারে, কিন্তু ইউক্রেনে মার্কিন সৈন্য মোতায়েন করবে না।

তবে রাশিয়া যে কোনো পশ্চিমা শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। 

ক্রেমলিন গত সপ্তাহে বলেছে, তারা ‘এই ধরনের আলোচনাকে নেতিবাচকভাবে’ দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০