ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আজ মঙ্গলবার জানিয়েছে, ভূমিকম্প কবলিত আফগানিস্তানে ১৩০ টন জরুরি ত্রাণসামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ লাখ ইউরো পাঠানো হবে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত রোববার রাতে আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং এরপর আরও ৫ বার ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৪ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হতাহতের সংখ্যা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পেতে পারে।
ইইউ বলেছে, ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য তাঁবু, পোশাক ও জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে অন্তত দু’টি বিশেষ বিমান এ সপ্তাহেই কাবুল পৌঁছাবে।
এ বছর আফগানিস্তানের জন্য ১৬ কোটি ইউরো আগেই বরাদ্দ দিয়েছে ইইউ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন ঘোষণাটি এলো।