শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে ব্রিটেন

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্রিটেনে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন আনার পরিকল্পনার কথা আজ বুধবার জানিয়েছে দেশটির সরকার। এর ফলে রেড বুল-এর মতো জনপ্রিয় পানীয়গুলো আর ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি করা যাবে না।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বলেন, ‘শিশুদের কাছে পানীয় বিক্রি থেকে দোকানগুলোকে বিরত রেখে আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখি হওয়ার ভিত্তি তৈরি করে দিতে সহযোগিতা করছি।’

ব্রিটেন সরকার মনে করে, সে দেশে ১৩ থেকে ১৬ বছর বয়সী এক-তৃতীয়াংশ শিশু অ্যানার্জি ড্রিংক পান করে। তারা অনেক সময় এমন অ্যানার্জি ড্রিংক পান করে, যেগুলোতে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন রয়েছে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট আগেই স্বেচ্ছায় অ্যানার্জি ড্রিংক বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন ঘটাতেই এবার সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’

তবে, কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক বা চা-কফি এই নিষেধাজ্ঞার আওতায় আসছে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহ পরামর্শ চলবে। এসময় বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেওয়া হবে।

ব্রিটেনের বর্তমান আইন অনুসারে, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত যেকোনো পানীয়ের জন্য সতর্কতামূলক লেবেলে লেখা থাকা বাধ্যতামূলক যে, এটি শিশুদের পানের জন্য নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যানার্জি ড্রিংক ক্ষতিকারক মনে নাও হতে পারে। তবে এখনকার শিশুদের ঘুম, একাগ্রতা ও সুস্থতার ওপর এর প্রভাব পড়ছে। এছাড়া অত্যধিক চিনিযুক্ত পানীয় তাদের দাঁতের ক্ষতি করে এবং স্থূল বানিয়ে দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০