পাকিস্তানি তালেবানের গুলিতে ২ সীমান্তরক্ষী নিহত

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় পাকিস্তানি তালেবানরা দুই সীমান্তরক্ষীকে গুলি করে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

পাকিস্তানের পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২১ সালে কাবুলে আফগান তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদ পুনরুত্থিত হয়েছে।

পাকিস্তানি তালেবান (টিটিপি) পৃথক সংগঠন হলেও আফগান তালেবানের সঙ্গে অনেকটাই একই আদর্শে বিশ্বাসী। একসময় উত্তর-পশ্চিম পাকিস্তানের কিছু অংশ নিয়ন্ত্রণ করত তারা। তবে, ২০১৪ সালে শুরু হওয়া সামরিক অভিযানে টিটিপি পেছনে সরে যেতে বাধ্য হয়।

নাম প্রকাশ না করার শর্তে সোয়াতের ঊর্ধ্বতন একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এএফপি’কে বলেন, গতকাল বুধবার রাতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

তিনি আরো বলেন, টিটিপি’র দেওয়ালে গ্রাফিতি আঁকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। এসময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। সন্ত্রাসীদের গুলিতে সীমান্ত বাহিনীর দুই সদস্য প্রাণ হারায় এবং আরো পাঁচজন আহত হয়।

তিনি বলেন, গত ১০ দিনে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০