বেইজিংয়ে সি চিনপিংয়ের সঙ্গে কিম জং উনের বৈঠক

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও দেশটিতে সফররত উত্তর কোরীয় নেতা কিম জং উন বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠক করেছেন।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা সামরিক শক্তির বিশাল কুচকাওয়াজে সি’র দুই পাশে ছিলেন কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিদেশি নেতাদের সামনে এই কুচকাওয়াজে পানির নিচে চলাচলকারী ড্রোন, বিশাল আকৃতির ক্ষেপণাস্ত্র ও লেজার অস্ত্র প্রদর্শন করা হয়।

চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। তারে এই সম্পর্ক ১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধের রক্তক্ষয়ী পরিস্থিতিতে গড়ে ওঠে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে সি ও কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বৈঠকে ‘চীন-ডিপিআরকে সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীর মতবিনিময় হবে। ডিপিআরকে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম।

মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন ডিপিআরকের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার এবং শাসন অভিজ্ঞতা বিনিময় আরো গভীর করতে আগ্রহী।

কিম মঙ্গলবার তার মেয়ে কিম জু এ-কে সঙ্গে নিয়ে বেইজিংয়ে পৌঁছান। এটি গত ছয় বছরের মধ্যে তার দ্বিতীয় বিদেশ সফর এবং ২০১৯ সালের পর প্রথম চীন সফর।

কুচকাওয়াজে প্রথমবারের মতো তাকে একই মঞ্চে সি ও পুতিনের সঙ্গে তাকে দেখা যায়।

২০১৮ সালের দিকে কিম আন্তর্জাতিক কূটনীতিতে অল্প সময়ের জন্য হাই প্রোফাইল হয়ে ওঠেন। সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। তবে ২০১৯ সালে হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি বৈশ্বিক মঞ্চ থেকে নিজেকে গুটিয়ে নেন।

উত্তর কোরিয়াকে চীন ঐতিহাসিকভাবে কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে। তবে দেশটি এখনো কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০