বেইজিংয়ে সি চিনপিংয়ের সঙ্গে কিম জং উনের বৈঠক

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও দেশটিতে সফররত উত্তর কোরীয় নেতা কিম জং উন বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠক করেছেন।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা সামরিক শক্তির বিশাল কুচকাওয়াজে সি’র দুই পাশে ছিলেন কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিদেশি নেতাদের সামনে এই কুচকাওয়াজে পানির নিচে চলাচলকারী ড্রোন, বিশাল আকৃতির ক্ষেপণাস্ত্র ও লেজার অস্ত্র প্রদর্শন করা হয়।

চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। তারে এই সম্পর্ক ১৯৫০-এর দশকে কোরীয় যুদ্ধের রক্তক্ষয়ী পরিস্থিতিতে গড়ে ওঠে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে সি ও কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বৈঠকে ‘চীন-ডিপিআরকে সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীর মতবিনিময় হবে। ডিপিআরকে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম।

মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন ডিপিআরকের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার এবং শাসন অভিজ্ঞতা বিনিময় আরো গভীর করতে আগ্রহী।

কিম মঙ্গলবার তার মেয়ে কিম জু এ-কে সঙ্গে নিয়ে বেইজিংয়ে পৌঁছান। এটি গত ছয় বছরের মধ্যে তার দ্বিতীয় বিদেশ সফর এবং ২০১৯ সালের পর প্রথম চীন সফর।

কুচকাওয়াজে প্রথমবারের মতো তাকে একই মঞ্চে সি ও পুতিনের সঙ্গে তাকে দেখা যায়।

২০১৮ সালের দিকে কিম আন্তর্জাতিক কূটনীতিতে অল্প সময়ের জন্য হাই প্রোফাইল হয়ে ওঠেন। সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। তবে ২০১৯ সালে হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি বৈশ্বিক মঞ্চ থেকে নিজেকে গুটিয়ে নেন।

উত্তর কোরিয়াকে চীন ঐতিহাসিকভাবে কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে। তবে দেশটি এখনো কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস
ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই
১০