ইয়েমেনে ইসরাইলের গুপ্তচর সন্দেহে জাতিসংঘ কর্মী আটক: হুতি কর্মকর্তা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯

ঢাকা,  ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের কর্মীদের ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গুপ্তচর সন্দেহে আটক করেছে বলে জানিয়েছেন এক হুতি কর্মকর্তা। নাম প্রকাশে এই কর্মকর্তা বৃহস্পতিবার এএফপি’কে এই তথ্য জানান।

সানা থেকে এএফপি জানায়, গত সপ্তাহে ইসরাইলি বিমান হামলায় হুতিদের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হওয়ার পর রোববার অন্তত ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়।

ওই কর্মকর্তা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের পক্ষে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হবে।

আটককৃতদের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং ইউনিসেফের কর্মীরাও রয়েছেন, যারা শিশুদের সহায়তা ও ত্রাণ সহায়তা দিয়ে থাকে।

ইয়েমেনি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শনিবার আরো কয়েক ডজন মানুষকে ‘ইসরাইলের সঙ্গে সহযোগিতার সন্দেহে’ আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি, নয়জন মন্ত্রী এবং দুইজন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। এটি গাজা যুদ্ধ চলাকালে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে ইসরাইলের পাল্টা অভিযানগুলোর মধ্যে সবচেয়ে বড়।

যুদ্ধ চলাকালে হুতিরা ইসরাইল ও লোহিত সাগরের জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তাদের দাবি, এর মাধ্যমে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়েছেন।

হুতিরা গত এক দশক ধরে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। রোববারের ঘটনার আগে থেকেই তারা ২৩ জন জাতিসংঘ কর্মীকে আটক করে রেখেছিল, যাদের কেউ কেউ ২০২১ সাল থেকে বন্দি আছেন।

তারা দাবি করে, ২০২৪ সালের জুনে যাদের আটক করা হয়েছিল তারা ‘আমেরিকান-ইসরাইলি গুপ্তচর চক্র’। তারা মানবিক সংস্থার আড়ালে কাজ করেছে। এই অভিযোগ জাতিসংঘ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০