ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক চীনা মালিকাধীন কোম্পানি ও সংস্থাগুলোকে তাদের এআই সেবা ব্যবহার থেকে নিষিদ্ধ করেছে।
মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানায়, তারা ‘কর্তৃত্ববাদী অঞ্চলগুলোর ওপর বিধিনিষেধ কঠোর করেছে।
সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ক্লড চ্যাটবট ও এআই মডেল তৈরির জন্য পরিচিত এই স্টার্টআপটির বর্তমান বাজার মূল্য ১৮৩ বিলিয়ন মার্কিন ডলার। অ্যামাজনের বড় ধরনের বিনিয়োগে পরিচালিত এই প্রতিষ্ঠানটি এআই-এর নিরাপত্তা ও দায়িত্বশীল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে।
আইনি ও নিরাপত্তা উদ্বেগের কারণে আগে থেকেই চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশের কোম্পানিগুলো অ্যানথ্রোপিকের বাণিজ্যিক সেবা ব্যবহার করতে পারত না।
প্রতিষ্ঠানটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গোষ্ঠী এখনো বিভিন্ন উপায়ে যেমন- বিদেশে নিবন্ধিত সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সেবা ব্যবহার করছে।
বিবৃতিতে আরো জানানো হয়, এখন থেকে নতুন আপডেট অনুসারে যেসব দেশের চীনের মতো নিয়ন্ত্রণে থাকা কোম্পানি বা প্রতিষ্ঠান আছে, তাদের আর অ্যানথ্রোপিকের সেবা দেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলো যেখানে কাজ করবে সেখানেই এ নিয়ম প্রযোজ্য হবে।
অ্যানথ্রোপিক বলেছে, চীনের মতো দেশের কোম্পানিগুলো নিজ দেশের আইন মেনে চলতে খুব বাধ্য থাকে। তাই তারা চাইলে তথ্য দিতে বা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে বাধ্য হতে পারে। এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
অ্যানথ্রোপিক জানায়, নতুন আপডেট অনুযায়ী এমন সব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় আসবে যেগুলোর ৫০ শতাংশের বেশি মালিকানা সরাসরি বা পরোক্ষভাবে নিষিদ্ধ দেশভিত্তিক কোম্পানির হাতে রয়েছে।
এতে বলা হয়, এআই নিরাপদ ও সুরক্ষিত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে তা কর্তৃত্ববাদী শত্রুরা এর অপব্যবহার করতে না পারে।
২০২১ সালে ওপেনএআই-এর সাবেক নির্বাহীরা সান ফ্রান্সিসকো-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যারা চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করেছে।
এই সপ্তাহে অ্যানথ্রোপিক জানায়, তাদের ৩ লাখেরও বেশি ব্যবসায়িক গ্রাহক রয়েছে এবং বার্ষিক এক লাখ ডলারের বেশি আয় করে এমন অ্যাকাউন্টের সংখ্যা এক বছর আগের তুলনায় প্রায় সাত গুণ বেড়েছে।