ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে কোনো পশ্চিমা সেনা মোতায়েন করা হলে তা মস্কোর সেনাবাহিনীর কাছে একটি ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে। এর একদিন আগে কিয়েভের মিত্ররা শান্তিচুক্তির ক্ষেত্রে সেনা মোতায়েনের অঙ্গীকার করে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে প্রায় দুই ডজন দেশ বৃহস্পতিবার ঘোষণা করে যে তারা স্থল, সমুদ্র ও আকাশে একটি ‘আশ্বাস প্রদানকারী’ বাহিনী গঠন করবে, যা কোনো চুক্তি কার্যকর হলে টহল দেবে।

"যদি কিছু সেনা সেখানে উপস্থিত হয়, বিশেষ করে এখন যখন যুদ্ধ চলছে, আমরা ধরে নিচ্ছি তারা বৈধ লক্ষ্যবস্তু হবে
 
রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে একটি অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন,  যুদ্ধের সময়  যদি কিছু সৈন্য সেখানে উপস্থিত হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি তারা বৈধ লক্ষ্যবস্তু হবে। 

তিনি আরও জানান, এ ধরনের বাহিনী মোতায়েন দীর্ঘমেয়াদি শান্তির জন্য সহায়ক নয় এবং ইউক্রেনের পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ককে সংঘাতের ‘মূল কারণগুলোর’ একটি হিসেবে উল্লেখ করেন তিনি ।

ইউক্রেনের মিত্ররা এখনো পরিকল্পনার বিস্তারিত জানায়নি, কত সেনা থাকবে কিংবা কোন দেশ কীভাবে অবদান রাখবে, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

কিয়েভ বলছে, পশ্চিমা সেনাদের সমর্থনে নিরাপত্তা নিশ্চয়তা যে কোনো শান্তিচুক্তির জন্য অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে রাশিয়া আবারও আক্রমণ চালাতে না পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ শুরু করার পর থেকে লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

পুতিন বলেন, যদি এমন কোনও চুক্তি করা সম্ভব হয়, তাহলে সৈন্যদের কোনও প্রয়োজন নেই। ‘যদি শান্তি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত হয়, তবে আমি একেবারেই তাদের উপস্থিতির প্রয়োজনীয়তা দেখি না। কারণ যদি চুক্তি হয়, তবে কেউ সন্দেহ করবেন না যে রাশিয়া তা সম্পূর্ণভাবে মেনে চলবে।

তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বারবার উল্লেখ করেছে যে রাশিয়া অতীতে একাধিকবার চুক্তি ভঙ্গ করেছে বিশেষ করে ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যেও মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ : শিক্ষা সচিব
ডিআর কঙ্গোতে সংঘাতে সব পক্ষই যুদ্ধাপরাধ করেছে : জাতিসংঘ
এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রতারক চক্র সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা
চবিতে সংঘর্ষ : যুবলীগ নেতার সহযোগী আসামি হান্নান গ্রেপ্তার
অঘটনে শুরু জার্মানির, জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম
সিভিল সোসাইটি ও অংশীজনদের সঙ্গে টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়ানের বৈঠক 
রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি : জয়নুল আবদিন ফারুক
অনলাইনে চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
১০