ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর জাতিসংঘের শরণার্থী প্রধান আফগানদের গণ-বিতাড়ন বন্ধ করার জন্য দেশটিকে আহ্বান জানানোর পর শুক্রবার পাকিস্তান সরকার বলেছে, ‘আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’
ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানিয়েছে
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোনো কাগজপত্র ছাড়াই যে কোনো লোকের পাকিস্তান ছেড়ে চলে যাওয়া উচিত। পাকিস্তান এটাই করছে এবং ইউরোপ এবং অন্যান্য দেশসহ অন্য কোনো দেশ কী করবে? এটি আমাদের ‘অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’