ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের নির্মাণ শিল্পপতি ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
শুক্রবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ভোট দেন।
এএফপি’র গণনা অনুযায়ী, আনুতিন সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
আনুতিনের পারিবারিক নির্মাণ প্রতিষ্ঠান নির্মিত সংসদে স্থানীয় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়।
এএফপি’র তথ্য অনুযায়ী, আনুতিন এখন পর্যন্ত ২৪৭টিরও বেশি ভোট পেয়েছেন। এতে ৪৯২ আসন বিশিষ্ট জাতীয় পরিষদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।