ডিআর কঙ্গোতে সংঘাতে সব পক্ষই যুদ্ধাপরাধ করেছে : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ মিলিশিয়া এবং কঙ্গোর সামরিক বাহিনী ও এর সহযোগীরা সবাই কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশটিতে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে উভয়পক্ষকে সতর্ক করে আজ শুক্রবার জাতিসংঘের তদন্ত দলের সদস্যরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং কমিশন’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতে জড়িত সকল পক্ষ ২০২৪ সালের শেষের দিক থেকে মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। তারা মানুষ হত্যা করেছে এবং ব্যাপক যৌন নিপীড়ন চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে জড়িত সব পক্ষের দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি অনুসন্ধানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। তারা এমন অনেক কাজ করেছে, যেগুলো যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনার যোগ্য।

রুয়ান্ডার সীমান্তবর্তী কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। তবে, সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার নিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে সহিংসতা চলছে।

২০২১ সালের শেষের দিকে রুয়ান্ডা সমর্থিত এম-২৩ সশস্ত্র গোষ্ঠী আবারো অস্ত্র হাতে নামার পর এলাকাটির বৃহৎ অংশ দখলে নিয়েছে। এতে ওই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের জেলে পল্লীতে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু জব্দ
শিক্ষার্থী হত্যাচেষ্টা : নীলফামারীর সাবেক এমপি পাভেল কারাগারে
মোটরসাইকেল পোড়ানোর দুই মামলায় ফখরুল-গয়েশ্বর-আব্বাসদের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে তাড়াশ উপজেলা দল
কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্তিমূলক পরামর্শ অপরিহার্য
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরলেন কক্স
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
১০