ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় এক ব্যক্তি নিহত ও ছয় জন আহত হয়েছে। ইউক্রেন রোববার এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে পোল্যান্ড এ ঘটনায় তাদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে ‘সমন্বিত হামলা’ চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত ও ছয় জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। ওই কিশোরীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি হামলার স্থান থেকে তোলা ছবি পোস্ট করেছেন। ছবিতে একটি বহুতল ভবনের আংশিক ধ্বংসস্তূপ ও একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যাচ্ছে।
স্থানীয় সময় ভোর ৪টা ৯ মিনিটে ইউক্রেনজুড়ে একটি জাতীয় বিমান হামলা সতর্কতা জারি করা হয়।
পোল্যান্ডের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, তারা তাদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং ইউক্রেন সংলগ্ন এলাকাগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থানে রেখেছে।
এদিকে, রাশিয়া শীতের প্রাক্কালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে।
চলতি সপ্তাহে, মস্কো ইউক্রেনের গ্যাস অবকাঠামোর ওপর বড় হামলা চালিয়েছে।
অন্যদিকে শনিবারের হামলায় ইউক্রেনের উত্তর চেরনিহিভ অঞ্চলের প্রায় ৫০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।