ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড় মাতমো আজ রোববার আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে কয়েক লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়টি গুয়াংডং প্রদেশে স্থানীয় সময় আজ দুপুর ২ টা ৫০ মিনিট নাগাদ স্থলভাগে আঘাত হানে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে ঘনিয়ে আসার আগেই কর্তৃপক্ষ হাইনান দ্বীপের ১ লাখ ৯৭ হাজার এবং গুয়াংডং প্রদেশ থেকে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
হাইকো, ওয়েনচাং, ঝানজিয়াং ও মাওমিংসহ উপকূলীয় শহরগুলোতে গণপরিবহন চলাচল, নির্মাণকাজ এবং ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।