ফ্লোটিলা থেকে ইসরাইলের আটককৃত গ্রিস নাগরিকরা আজ ফিরবে

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০৮

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজায় মানবিক সাহায্য বহনকারী ফ্লোটিলায় হামলার পর ইসরাইল কর্তৃক আটক ২৭ জন গ্রীক নাগরিক আজ সোমবার দেশে ফিরবে বলে জানা গেছে। গতকাল রোববার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

গ্রীক নাগরিকদের আটকের প্রতিবাদে দেশটির রাজধানীতে পৃথক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রীক দূতাবাসের একটি প্রতিনিধিদল গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী আটক ২৭ জনের সাথে দেখা করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘তারা সকলেই সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সকল সহায়তা পাচ্ছেন।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইলাত-রামন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে সোমবার গ্রীক নাগরিকদের নিরাপদে এথেন্সে ফিরিয়ে আনা হবে।’

৭ অক্টোবর, ২০২৩ সালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার স্মরণে রোববার এথেন্সে ইসরাইলি দূতাবাসের বাইরে বেশ কিছু মানুষকে প্রতিবাদ করতে দেখা গেছে। 

৪৮ বছর বয়সী বেসরকারি খাতের কর্মী তাতিয়ানা পাপাডোপোলু বলেন, ‘আজ আমরা নোভা উৎসবে নিহতদের স্মরণ করছি এবং যাদের মধ্যে আমার অনেক বন্ধু ছিল এবং যারা বন্দি ছিল, আমরা তাদের সম্মান জানাব।’

তিনি এএফপিকে বলেন, ‘আমরা আশা করি নতুন (শান্তি) পরিকল্পনার অধীনে বন্দিরা দেশে ফিরবেন।’ 

দক্ষিণ ইসরাইলের রেইমে নোভা সঙ্গীত উৎসবে প্রায় ৪শ’ জন নিহত হয়। ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের হামলায় ১ হাজার ২শ’ ১৯ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় কমপক্ষে 
৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। 

বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাঙ্গা পুলিশ ফিলিস্তিনপন্থী কয়েকশ বিক্ষোভকারীকে নিরাপদ দূরত্বে রেখেছিল।

এদিকে এথেন্সের কেন্দ্রস্থল সিনটাগমা স্কোয়ারে ফিলিস্তিনিদের পক্ষে একটি পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশ নেয়।

২৮ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার খ্রিস্টোস পাপাকনস্টানটিনু বলেন, ‘আমরা গ্রিসে এবং বিশ্বের অন্যান্য স্থানে যতটুকু সম্ভব চেষ্টা করবো এই গণহত্যা থামানোর জন্য।’ 

ডাচ রিয়েল এস্টেট রিনোভেটর গিজি গমাস, যিনি গ্রিসে বসবাস করছেন তিনি বলেন, ‘এটা যত দ্রুত সম্ভব থামাতে হবে।’এখন ধীরে ধীরে কিছু সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু সেটা খুবই ধীরগতিতে।’ 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাটি গত মাসে যাত্রা শুরু করে। ওই ফ্লোটিলায় সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ রাজনীতিবিদ এবং কর্মী গাজা অভিমুখে যাচ্ছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী  গাজায় দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিয়েছে।

বুধবার থেকে ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায়  মানবিক সাহায্য বহনকারী বহর (ফ্লোটিলা)গুলো আটকাতে শুরু করে এবং পরের দিন একজন ইসরাইলি কর্মকর্তা বলেন যে ৪০০ জনেরও বেশি মানুষ বহনকারী নৌকাগুলোকে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
ব্যবসায়ী হত্যা মামলায় দীপু মনি ৪ দিনের রিমান্ডে
বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়ে : উৎসব শুরু
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
যৌন হয়রানি রোধে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ
বরিশালে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন
নাটোরে বিশ্ব বসতি দিবস পালিত
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন
১০