ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম বৃহস্পতিবার তিন দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। হ্যানয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
সোমবার ভিয়েতনামের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লাম ৯ থেকে ১১ অক্টোবর উত্তর কোরিয়ায় ‘রাষ্ট্রীয় সফর’ করবেন।
তিনি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভিয়েতনামের দলীয় প্রধান হিসেবে উত্তর কোরিয়ায় এটাই লামের প্রথম সফর। আগস্ট মাসে দক্ষিণ কোরিয়া সফরের পর তিনি এ সফর করতে যাচ্ছেন ।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভিয়েতনামের কোনও দলীয় নেতার উত্তর কোরিয়ায় শেষ সফর ছিল ২০০৭ সালে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সর্বশেষ ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভিয়েতনামে এসেছিলেন এবং এরপর তিনি দেশটিতে রাষ্ট্রীয় সফর করেন।