ফ্লোটিলায় থাকা ইতালির ১৫ জন নাগরিক আজ দেশে ফিরবেন

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৭

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজাগামী মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ এইড ফ্লোটিলা থেকে আটক ইতালীর ১৫ জন নাগরিক আজ সোমবার দেশে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। 

ইসরাইলি বাহিনী জাহাজটি আটকে দেওয়ার সময় ইতালির এই নাগরিকদের আটক করা হয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রী আন্তোনিও তাজানি এ তথ্য জানিয়েছেন।

তাজানি রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘ফ্লোটিলার বাকি ১৫ জন ইতালীয় নাগরিক সোমবার একটি চার্টার ফ্লাইটে এথেন্সের উদ্দেশ্যে রওনা দেবেন। তারা গ্রিসে পৌঁছানোর পর, আমাদের দূতাবাসের সহায়তায় পরবর্তী সময়ে তারা ইতালির দিকে রওনা হবেন।’ 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রথম দলে থাকা ২৬ জন ইতালীয় নাগরিক গত শনিবার ইসরাইল ছেড়ে এলেও, এই ১৫ জনকে তাদের বিচারিক বহিষ্কারের জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ তারা তাদের স্বেচ্ছায় মুক্তির অনুমতি দেওয়ার জন্য একটি ফর্মে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল।

যখন প্রথম দলটি ইতালি ফিরে আসে, তখন রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ২০০ জন তাদের অভ্যর্থনা জানায়। 

ফ্লোটিলার কয়েকজন ইতালীয় সদস্য তাদের আটক অবস্থার নিন্দা করেন এবং ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা তাদের প্রতি অবমাননাকর আচরণের কথা বলেন।

ফ্যানপেজ নামক অনলাইন মিডিয়া সাইটের সাংবাদিক সাভেরিও টমাসি বলেন, ‘বন্দি থাকা অবস্থায় তার মাথায় ও পিঠে আঘাত করেছে ইসরাইলিরা।’ 

টমাসিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ‘আমাদেরকে ১৯২০ সালের সবচেয়ে খারাপ সার্কাসের পুরোনো বানরের মতো আচরণ করা হয়েছে।’ 

গত মাসে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামক একটি নৌবহর গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করে। যেখানে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ রাজনীতিবিদ ও কর্মীরা অংশগ্রহণ করেন। 
জাতিসংঘ জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ চলছে।

ইসরাইলি নৌবাহিনী গত বুধবার থেকে মানবিক সাহায্য বহনকারী জাহাজগুলো আটকে দিতে শুরু করে এবং এক ইসরাইলি কর্মকর্তার বলেন, বৃহস্পতিবারের মধ্যে ৪০০ জনের বেশি মানুষ বহনকারী জাহাজগুলোকে গাজার অঞ্চলে পৌঁছাতে বাধা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
১০