ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপানের একটি গ্রামে ভালুকের আক্রমণে একজন স্প্যানিশ পর্যটক আহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
পর্যটকদের কাছে পর্যটনকেন্দ্র হিসেবে গ্রামটি জনপ্রিয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরেকটি আক্রমণের ঘটনার কয়েকদিন পর সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটল। আগের আক্রমণে এক নারীর মৃত্যু ও আরেকজন নিখোঁজ হন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক বছরগুলোতে জাপানের লোকালয়ে, এমনকি আবাসিক এলাকায়ও বেশ কিছু বন্য ভালুক দেখা গেছে। দেশটিকে জনসংখ্যা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের কারণে ভালুকগুলো আবাসিক এলাকাগুলোতে ঢুকে পড়ছে।
গ্রামটির কর্মকর্তা কাজুনারি তাকাশিমা এএফপিকে বলেন, জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শিরাকাওয়া-গোতে রোববার বাস স্টপে যাওয়ার সময় ভালুকটি পিছন থেকে ৪৪ বছর বয়সী ওই পর্যটকের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তিনি আরো বলেন, পর্যটক তার ডান বাহুতে আঁচড়ের আঘাতে আহত হন। তারপর তিনি কাছের একটি পর্যটন তথ্য অফিসে হেঁটে যান এবং অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করেন।
তাকাশিমা বলেন, লোকটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একই দিনে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রাণীটি প্রায় এক মিটার (৩.৩ ফুট) লম্বা ছিল এবং এটি একটি অল্প বয়সী কালো ভাল্লুক বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার পর গ্রামটি আশপাশের পথ বন্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তা এবং পুলিশ গ্রামের আশপাশের এলাকায় টহল দিচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, ‘কিছু পর্যটক আছেন, যারা নিরাপদ এলাকার বাইরে গিয়েও ছবি তোলেন, এটি বিপজ্জনক। আমরা জনগণকে তা না করার জন্য অনুরোধ করছি।’
ভালুকের আক্রমণ বৃদ্ধির পর, গত মাসে জাপান সরকার শিকারীদের জন্য বন্দুকের নিয়ম শিথিল করেছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা এনএইচকে জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে দেশটির বিভিন্ন স্থানে ভালুকের আক্রমণে ৬৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সরকারি তথ্য অনুসারে, ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া বছরে ভালুক ৮৫ জনকে আক্রমণ করেছে। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।