ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার মিশরে হামাস, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটাতে আলোচনাটিকে ‘দ্রুত এগিয়ে নেওয়ার’ জন্য আলোচনা প্রচেষ্টায় জড়িত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
আলোচকরা মিশরের রিসোর্ট শহর শার্ম এল-শেখে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দুই বছর পূর্তির প্রাক্কালে এই আলোচনা হচ্ছে।
হামাসের ওই হামলার পর এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হামাস ও ইসরাইল উভয়েই যুদ্ধের অবসান এবং গাজায় আটক বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
যদিও বিস্তারিত বিষয় এখনও চূড়ান্ত হয়নি।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘যুদ্ধের অবসান ও বন্দি বিনিময়ের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য আমরা অত্যন্ত আগ্রহী। তবে তা মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর নির্ভর করছে।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আশা করছেন যে কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে।
রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘বন্দীদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার বিষয়ে হামাস ও অন্যান্য পক্ষের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হওয়া উচিত এবং আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে বলছি।’
চুক্তিটি চূড়ান্ত করতে ট্রাম্প দুজন দূত পাঠিয়েছেন।
তারা হলেন— তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।
হামাস জানিয়েছে, তাদের প্রধান আলোচক খালিল আল-হাইয়া রোববার রাতে প্রতিনিধি দলের নেতৃত্বে মিশরে পৌঁছেছেন।
ইসরাইলের প্রতিনিধি দল সোমবার মিশরের উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।
কয়েক মাস ধরে চলা অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের পক্ষ থেকে এই নতুন কূটনৈতিক প্রচেষ্টাকে ‘একটি বাস্তব সুযোগ’ হিসেবে উল্লেখ করে এক যৌথ বিবৃতিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আশাবাদ প্রকাশ করেছেন যে এই প্রচেষ্টা একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘বোমাবর্ষণের মধ্যে জিম্মিদের মুক্ত করা সম্ভব নয়।’
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
কায়রো জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হলো ‘সকল ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ের বিস্তারিত আলোচনা এবং দ্রুত যুদ্ধবিরতির ক্ষেত্র প্রস্তুত করা।’