লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৫

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : লন্ডনের মেট্রোপলিটন পুলিশ একটি বিশ্বব্যাপী একটি সন্দেহভাজন চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। ওই  চক্রটি  যুক্তরাজ্য থেকে চুরি হওয়া চীনে প্রায় ৪০ হাজার মোবাইল ফোন পাচারের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার এ তথ্য জানায়। 

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক চক্র ভাঙতেই এ অভিযান চালানো হয়েছে। রাজধানী লন্ডনে মোবাইল ফোন চুরি দমনে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান। যেখানে পর্যটনকেন্দ্রগুলো বিশেষভাবে ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘অপারেশন ইকোস্টিপ’ নামে এই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন হিথ্রো বিমানবন্দরের কাছে হংকংগামী প্রায় এক হাজার  আইফোনসহ একটি বাক্স উদ্ধার করা হয়। যেগুলোর অধিকাংশই চুরি যাওয়া বলে প্রমাণিত হয়।

এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১১ জনকে নতুন আইফোন ১৭ এর জন্য ডেলিভারি যানবাহনে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারী নয়, বরং পুরো পাচার চক্রের নেতাদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’

মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০