লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৫

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : লন্ডনের মেট্রোপলিটন পুলিশ একটি বিশ্বব্যাপী একটি সন্দেহভাজন চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। ওই  চক্রটি  যুক্তরাজ্য থেকে চুরি হওয়া চীনে প্রায় ৪০ হাজার মোবাইল ফোন পাচারের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার এ তথ্য জানায়। 

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক চক্র ভাঙতেই এ অভিযান চালানো হয়েছে। রাজধানী লন্ডনে মোবাইল ফোন চুরি দমনে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান। যেখানে পর্যটনকেন্দ্রগুলো বিশেষভাবে ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘অপারেশন ইকোস্টিপ’ নামে এই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন হিথ্রো বিমানবন্দরের কাছে হংকংগামী প্রায় এক হাজার  আইফোনসহ একটি বাক্স উদ্ধার করা হয়। যেগুলোর অধিকাংশই চুরি যাওয়া বলে প্রমাণিত হয়।

এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১১ জনকে নতুন আইফোন ১৭ এর জন্য ডেলিভারি যানবাহনে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারী নয়, বরং পুরো পাচার চক্রের নেতাদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’

মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ
১০