ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে।
মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আল-কাহেরা নিউজ জানিয়েছে, হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে মঙ্গলবারও আলোচনা চলবে।
মিশরের পর্যটন নগরী শার্ম এল-শেখে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনায় অংশ নিতে সোমবার একটি ইসরাইলি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি-বন্দী বিনিময় ও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত বিষয়ে ইসরাইল ও হামাস আলোচনায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।