গাজায় জিম্মি মুক্তির বিষয়ে সাহায্য করতে প্রস্তুত রেড ক্রস

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:১৩

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): রেড ক্রস গতকাল সোমবার জানিয়েছে, তারা গাজায় জিম্মিদের ইসরাইলে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে এবং গাজা উপত্যকায় সাহায্য পৌঁছে দিতে প্রস্তুত।

গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সোমবার আলোচনার জন্য হামাস, ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মিশরে মিলিত হওয়ার কথা রয়েছে। 

জেনেভা থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে যুদ্ধ বন্ধ এবং গাজায় জিম্মিদের মুক্তির প্রস্তাবের প্রতি হামাস ও ইসরাইল উভয়ই ইতিবাচক সাড়া দিয়েছে।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সভাপতি মিরজানা স্পোলজারিক বলেছেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক দলগুলো জিম্মি ও আটকদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করার জন্য একটি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত’।

আইসিআরসি জোর দিয়ে বলেছে, মানবিক সাহায্য ‘পূর্ণ ক্ষমতায়’ পুনরায় চালু করা উচিত এবং গাজা উপত্যকার যেখানেই থাকুন না কেন সেখানেই নিরাপদে ফিরিয়ে দেয়া উচিত।

জেনেভা-ভিত্তিক মানবিক সংস্থাটি জানিয়েছে, তারা ২০২৩ সালের অক্টোবর থেকে ১৪৮ জন জিম্মি এবং ১,৯৩১ জন আটক ব্যক্তির মুক্তিতে সহায়তা করেছে। এটি মানব দেহাবশেষ ফেরত পাঠানোর ক্ষেত্রেও সহায়তা করেছে।

সংস্থাটি বলেছে, এই ধরনের অভিযান অত্যন্ত জটিল এবং এর জন্য সতর্কতামূলক লজিস্টিক এবং নিরাপত্তা পরিকল্পনার প্রয়োজন ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের
প্রিমিয়ার লিগের আগ্রহকে উপেক্ষা করে বায়ার্নেই থাকার কথা জানালেন কেন
ইসরাইলে হামাসের হামলার বার্ষিকীতে বিক্ষোভ না করার আহ্বান স্টারমারের
বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা : কাস্টমস কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
রংপুরের উন্নয়নে ১৯ দফা প্রস্তাবনা
ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫
উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে : অর্থ উপদেষ্টা
রাঙ্গামাটিতে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
১০