এভারেস্টের কাছে তুষারঝড়ে আটকে পড়া সব হাইকার উদ্ধার

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৫:০১

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : এভারেস্টের কাছে তিব্বতের মালভূমিতে তুষারঝড়ে আটকে পড়া প্রায় ১ হাজার হাইকার ও সহায়ক কর্মী নিরাপদে ফিরে এসেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পশ্চিম সীমান্তের এই পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক বেড়েছে। বুধবার শেষ হতে যাওয়া আট দিনের সরকারি ছুটিতে জনপ্রিয় ট্রেকিং স্পটগুলোতে বহু অভিযাত্রী ভিড় করেন।

কিন্তু সপ্তাহের শেষ দিনে তীব্র তুষারঝড় ক্যাম্পগুলোকে চাপা দেয় এবং যাতায়াতে বিপর্যয় দেখা দেয়। এর ফলে দমকল কর্মী, ঘোড়া, ইয়াক ও ড্রোন ব্যবহার করে বড় আকারের উদ্ধার অভিযান শুরু হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার সন্ধ্যায় জানায়, ‘৫৮০ জন হাইকার এবং ৩০০ জনের বেশি স্থানীয় গাইড ও ইয়াক পালক কাছাকাছি একটি শহরে নিরাপদে পৌঁছেছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘স্থানীয় কর্মীরা হাইকারদের ফেরার যাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন।’

উদ্ধারকারী দল আরও ‘এক ডজনের মতো’ হাইকারকে খাবারসহ একটি নির্ধারিত স্থানে নিয়ে গেছে।

সবাই নিরাপদে ফিরে আসায় চীনের পাহাড়ি অঞ্চলে এই উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে হঠাৎ এই চরম আবহাওয়া আশপাশের এলাকায় আরও ক্ষতি বয়ে এনেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, পার্শ্ববর্তী চিংহাই প্রদেশের পাহাড়ে একজন হাইকার হাইপোথার্মিয়া ও উচ্চতাজনিত অসুস্থতায় মারা গেছেন।

সীমান্ত পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় ৭০ জনের বেশি মানুষ মারা গেছেন।

সোমবার কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাড়িতে হামলায় অক্ষত ইকুয়েডরের প্রেসিডেন্ট
জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভর্তি ৩ শতাধিক
ট্রাম্প না পেলে কে পাবে নোবেল শান্তি পুরস্কার!
আণবিক স্থাপত্যের নতুন ধরন উদ্ভাবনে রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
রাঙ্গামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
রাজশাহী রেল ভবনে দুদকের অভিযান 
সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
‘হস্তক্ষেপমূলক’ অবস্থানের জেরে ইইউ’র রাষ্ট্রদূতদের তলব ইরানের
অভিযুক্ত ইউক্রেনীয় ড্রোনগুলোকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে : রাশিয়া
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
১০