ট্রাম্পের নির্দেশে ইলিনয় পৌঁছেছে ২০০ সৈন্য

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:৩৯ আপডেট: : ০৮ অক্টোবর ২০২৫, ২০:৪০

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): পেন্টাগনের একজন কর্মকর্তা স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, টেক্সাস ন্যাশনাল গার্ডের ২ শতাধিক সৈন্য ইলিনয়ে পৌঁছেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় সেনা পাঠিয়েছেন এবং মেমফিসের পাশাপাশি শিকাগো ও পোর্টল্যান্ডেও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

আদালত বাধা সৃষ্টি করলে জরুরি ক্ষমতা প্রয়োগ করে নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শহরগুলোকে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে অস্থিরতা এবং ওয়াশিংটনে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের নির্দেশ দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, ফেডারেল কার্যক্রম, কর্মী এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য টেক্সাস থেকে সৈন্যদের ইলিনয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের দুই মাসের জন্য মোতায়েন করা হয়েছে।

গতকাল শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলউডের একটি সামরিক স্থাপনায় সৈন্যদের দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
রাজধানীতে যুবলীগ নেত্রী লাজলী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির গ্রেফতার
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
১০