দশ ব্যাংক থেকে নিলামে ১০ কোটি ৭ লক্ষ ডলার কিনেছে কেন্দ্রিয় ব্যাংক

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:০০

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংক (বিবি) আজ মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার ক্রয় করেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২১ টাকা ৮০ পয়সা, যা কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ২ হাজার ৮৮ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

বাসস’র সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে সক্রিয় রাখতে বাংলাদেশ ব্যাংক এই ধরনের নিলাম পদ্ধতিতে ডলার ক্রয়ের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে থাকে।

তিনি আরো বলেন, যদি ডলারের বিনিময় হার টাকার বিপরীতে বৃদ্ধি পায়, তবে একই ধরনের নিলাম পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রিও করতে পারে।

তিনি  আরো বলেন, স্থানীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০