আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আজ প্রথমবারের মতো স্বীকার করেছেন, ২০২৪ সালে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় তার দেশের ভূমিকা ছিল। এ দুর্ঘটনাকে ট্র্যাজেডি আখ্যায়িত করেছেন তিনি।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৪ সালের ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিপদে পড়া একটি বিমান কাজাখস্তানে জরুরিভিত্তিতে অবতরণকালে বিধ্বস্ত হয়। বিমানটির ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জনই নিহত হন।

আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি সমস্যায় পড়ে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ-এর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ঘটনার দিন সকালে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার জন্য দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল এবং বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে সেগুলো বিস্ফোরিত হয়েছিল।

পুতিন আরো বলেন, যে দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল তা সরাসরি বিমানে আঘাত করেনি। যদি সেরকম কিছু হতো, তাহলে বিমানটি ঘটনাস্থলেই বিধ্বস্ত হতো।

পুতিনের দাবি, রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রকরা ওই বিমানের পাইলটকে মাখাচকালা শহরে অবতরণের পরামর্শ দিয়েছিলেন। তবে, পাইলট নিজেদের বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেন এবং পরে কাজাখস্তানে অবতরণের চেষ্টা করেছিলেন, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়।

পুতিন আশ্বাস দিয়ে বলেন, রাশিয়া এ ধরনের মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সবকিছু করবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ড আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হবে।

আলিয়েভ এর আগে অভিযোগ করেছিলেন, রাশিয়া দুর্ঘটনার আসল কারণ গোপন করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০