ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোয় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর শুক্রবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রসহ মিত্রদের প্রতি কঠিন ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
জেলেনস্কি বলেন, যা প্রয়োজন তা হলো- জানালা বন্ধ করা নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি৭-এর পক্ষ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ও নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া।
জেলেনস্কি অনলাইনে এক বিবৃতিতে বলেন, রাশিয়া ৪৫০ টিরও বেশি ড্রোন ও ৩০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালিয়েছে।