ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিশরের রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ১৫৩টি ত্রাণ বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে।
মিশরের শারম আল শেখ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
মিশরের সাহায্য সংস্থার দু’টি সূত্র নিশ্চিত করেছে, ‘গাজা উপত্যকায় আনার জন্য ১৫৩টি ত্রাণ ট্রাক রাফা ক্রসিংয়ের বাইপাস রাস্তা দিয়ে কেরেম শালোম ক্রসিংয়ের দিকে প্রবেশ করেছে’। ট্রাকগুলোর মধ্যে ৮০টি জাতিসংঘের, ২১টি কাতারের এবং ১৭টি মিশরের রেড ক্রিসেন্টের ছিল।