ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য তিনি ‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য’।
কায়রো থেকে এএফপি এ খবর জানিয়েছে।
তিনি ট্রাম্পকে ‘গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি উপলক্ষে মিশরে অনুষ্ঠেয় উদযাপনে অংশগ্রহণের’ আমন্ত্রণ জানিয়েছেন। চুক্তির প্রথম ধাপ মিশরে আলোচনার সময় সই হয়েছে।
সিসির কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ‘গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির সকল পর্যায়ে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার’ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।