বিদেশে আশ্রয় নেবেন না পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:২৬

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে  বিদেশে আশ্রয় প্রার্থনার চেষ্টা করবেন না। আইন প্রণেতারা তাকে পদ থেকে অপসারণ করার পর শুক্রবার তিনি একথা জানিয়েছেন।

দিনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য একাধিক তদন্তের মুখোমুখি হ”েছন বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দিনাকে অভিশংসনের জন্য ভোটের পরপরই ৩৮ বছর বয়সী পেরুর আইনসভার প্রধান হোসে জেরি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন না হওয়া পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটির নেত...ত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত রয়েছে।

দিনার এই ক্ষমতাচ্যুতিটি ছিল বিক্ষোভ, দুর্নীতির তদন্ত ও নজিরবিহীন সহিংস অপরাধের ঢেউয়ে ভরপুর।

এটি পেরুর রাজনৈতিক অ¯ি’রতার একটি ধারারই অব্যাহত প্রতিফলন।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে গত নয় বছরে সাত জন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যাদের মধ্যে তিন জনকে কংগ্রেস অপসারণ করেছে।

৬৩ বছর বয়সী দিনা বোলুয়ার্তেকে অর্থ পাচার এবং তার পদের অপব্যবহারের অভিযোগের তদন্ত চলাকালীন দেশ ত্যাগ করতে বাধা দেওয়ার দাবি করার পর, তিনি লিমায় তার বাড়ির বাইরে উপ¯ি’ত হয়ে জানান, তিনি বাড়িতেই আছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে আমি বিদেশে আশ্রয় নিতে চাইছি, এটিই সত্য নয়।’

তিনি আরো বলেন, ‘যেসব মামলা তদন্তাধীন, আমি তাদের কোনওটির জন্য দায়ী নই। আমি বাড়িতে আছি ও আমি ¯’ায়ীভাবে দেশেই থাকব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০