পাকিস্তানে তালেবানের পৃথক হামলায় নিহত ২৩

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:৪৫

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় হামলার দায় স্বীকার করেছে তালেবান। আজ তালেবান জানিয়েছে, গতকালের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জেলায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলাসহ বিভিন্ন স্থানে হামলা হয়।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহার এবং কাবুলে তালেবান সরকার ফিরে আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সহিংসতা তীব্র আকার ধারণ করেছে।

সীমান্তবর্তী খাইবার জেলায় ১১জন আধাসামরিক সেনা নিহত হয়েছে এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমির ফটকে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর সাতজন পুলিশ সদস্য নিহত হয়, এরপর সেখানে গুলি চালানো হয়।

আজ আইনশৃঙ্খলা বাহিনী এএফপি’কে জানায়, বাজাউর জেলায় পৃথক সংঘর্ষে তিনজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছে।

পাকিস্তানি তালেবান — তেহরিক-ই-তালেবান (টিটিপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক হলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নাইম
টানা দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টি শিরোপায় চোখ রংপুরের
শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ
একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে : এ্যানি
সাবেক নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
১০