মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত 

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:১৯

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিশরীয় শহর শারম আল-শেখের কাছে এক গাড়ি দুর্ঘটনায় রোববার কাতারের তিন জন কূটনীতিক নিহত ও আরো দুই জন আহত হয়েছেন।

গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা শেষে কূটনীতিক ও সরকারি প্রতিনিধিদল লোহিত সাগরের অবকাশকালীন শহর ছেড়ে যাচ্ছিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে পাঁচ জন কাতারি যাত্রী ও মিশরীয় চালক ছিলেন।

কায়রোতে কাতারি দূতাবাস তিন কূটনীতিকের মৃত্যুর ঘটনায় ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের বিমানে করে আজ হতাহতদের দোহায় পাঠানো হবে। আহত দুই জন বর্তমানে শারম আল শেখ আন্তর্জাতিক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।’

মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতার গাজা যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে আলোচনা করছিল। 

ইসরাইল জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ০৯০০ তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

শারম আল-শেখ সোমবার থেকে শুরু হওয়া একটি শান্তি শীর্ষ সম্মেলনও আয়োজন করবে, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিশরীয় প্রতিপক্ষ আবদেল ফাত্তাহ আল-সিসি। 

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০