ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসরাইলি এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত সব জিম্মির মরদেহ সোমবার ইসরাইলে ফিরিয়ে আনা সম্ভব হবে না।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
রোববার রাতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমরা ধারণা করছি সব নিহত জিম্মির মরদেহ আগামীকাল ফিরিয়ে আনা সম্ভব হবে না।’
এর আগে, প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানান, সোমবারের বিনিময় প্রক্রিয়ায় যেসব জিম্মির মরদেহ ফেরত পাওয়া যাবে না, তাদের সন্ধানে একটি ‘আন্তর্জাতিক সংস্থা’ গঠনের সিদ্ধান্ত হয়েছে।