ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চলতি সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি 

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তিনি এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন যাবেন। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কীভাবে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করা যায় সে বিষয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি বলেছেন, তিনি সেখানে মার্কিন রাজনীতিবিদ এবং কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার জন্য একটি ইউক্রেনীয় প্রতিনিধিদলের সাথে যোগ দেবেন এবং তিনি আশা করছেন যে শুক্রবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ হবে।

শুক্রবার জেলেনস্কিকে স্বাগত জানাতে চান কিনা এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি ইউক্রেনের নেতার জানুয়ারি মাসের পর তৃতীয় হোয়াইট হাউস সফর হবে। 

তিনি বলেন, ‘আমি তাই মনে করি, হ্যাঁ,’ মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটনে ফিরে যাওয়ার সময় জ্বালানি সরবরাহে একটি সংক্ষিপ্ত বিরতির সময় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, সপ্তাহান্তে ট্রাম্পের সাথে তার দুটি ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার ফলে ইউক্রেন যেসব ‘চ্যালেঞ্জ’ মোকাবেলা করছে সেই সব বিষয় এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ইউক্রেনীয় নেতা বলেন, ‘আমরা কিছু সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনা যথেষ্ট ছিল না, যদিও এটি গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি বলেন, ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হওয়া ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো, প্রেসিডেন্ট দপ্তরের এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এবং কূটনৈতিক প্রতিনিধিরা রয়েছেন।

জেলেনস্কি যখন তাদের সাথে যোগ দেবেন, তখন তিনি আরও বৈঠক করার পরিকল্পনা করছেন বলে জানান। যার মধ্যে মার্কিন সামরিক কোম্পানি, সিনেটর এবং কংগ্রেসম্যানদের সঙ্গেও আরও বৈঠক করার পরিকল্পনা করেছেন।

তিনি বলেন, প্রধান বিষয়গুলো হল বিমান প্রতিরক্ষা এবং আমাদের সম্ভাবনা এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকোতে বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬৫
রাঙ্গামাটিতে নব নির্মিত শহিদ মিনার উদ্বোধন 
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন
রাজশাহীতে বিশ্ব মান দিবস উপলক্ষে সভা
নাটোরে শিশু অধিকার সপ্তাহের সমাপনীতে পুরষ্কার প্রদান
শিল্পকলা একাডেমি সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে
বোয়ালখালীতে সাপের কামড়ে মিস্ত্রীর মৃত্যু
ক্ষমতা ছাড়বেন মাদুরো, মন্তব্য নোবেল বিজয়ী মাচাদোর
থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প
নাইজার সেনাবাহিনীতে যোগদান করেছে সাবেক জিহাদি যোদ্ধারা
১০