ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৬

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলার পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার এ তথ্য জানায়।

কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

দুর্যোগ ত্রাণ সংস্থা ও সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানায়, তারা বলিভার রাজ্যের এল ক্যালাও শহরের একটি সোনার খনি থেকে শ্রমিকদের মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।

গায়ানা ও ব্রাজিল উভয় সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাতের সময় শ্রমিকরা মাটির নিচে অবস্থান করছিলেন। ভারি বৃষ্টিপাতের ফলে এসময় বেশ ক’টি খনিতে পানি ঢুকে পড়ে।

বলিভারের গভর্নর ইউলিসবেথ গার্সিয়া এক বিবৃতিতে বলেন, আকস্মিক বন্যায় তারা হতভম্ব হয়ে পড়েন। উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে খনি থেকে শ্রমিকদের বেশ ক’টি কর্দমাক্ত মৃতদেহ তুলে আনতে দেখা গেছে।

দুর্যোগে আপনদুই ভাইকে হারিয়েছেন এলিজাবেথ জেরপা, তিনি এএফপিকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ।’

এল ক্যালাও’র মেয়র জেসুস করোমোটো লুগো, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মেয়র জানান, এল ক্যালাও শহরটির অর্থনীতির মূল ভিত্তি হলো, সোনার খনি। কারাকাসের প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটি  প্রায় ৬০ হাজার খনি শ্রমিকের আবাসস্থল।

খনিটি বৈধ নাকি অবৈধভাবে পরিচালিত ছিল সে সম্পর্কে জানা যায়নি।

দক্ষিণ আমেরিকা জুড়ে অবৈধ সোনার খনিতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে, বলিভার রাজ্যে সোনার খনি ধসে কমপক্ষে ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০