ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৬

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলার পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবার এ তথ্য জানায়।

কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

দুর্যোগ ত্রাণ সংস্থা ও সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানায়, তারা বলিভার রাজ্যের এল ক্যালাও শহরের একটি সোনার খনি থেকে শ্রমিকদের মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।

গায়ানা ও ব্রাজিল উভয় সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাতের সময় শ্রমিকরা মাটির নিচে অবস্থান করছিলেন। ভারি বৃষ্টিপাতের ফলে এসময় বেশ ক’টি খনিতে পানি ঢুকে পড়ে।

বলিভারের গভর্নর ইউলিসবেথ গার্সিয়া এক বিবৃতিতে বলেন, আকস্মিক বন্যায় তারা হতভম্ব হয়ে পড়েন। উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে খনি থেকে শ্রমিকদের বেশ ক’টি কর্দমাক্ত মৃতদেহ তুলে আনতে দেখা গেছে।

দুর্যোগে আপনদুই ভাইকে হারিয়েছেন এলিজাবেথ জেরপা, তিনি এএফপিকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ।’

এল ক্যালাও’র মেয়র জেসুস করোমোটো লুগো, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মেয়র জানান, এল ক্যালাও শহরটির অর্থনীতির মূল ভিত্তি হলো, সোনার খনি। কারাকাসের প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটি  প্রায় ৬০ হাজার খনি শ্রমিকের আবাসস্থল।

খনিটি বৈধ নাকি অবৈধভাবে পরিচালিত ছিল সে সম্পর্কে জানা যায়নি।

দক্ষিণ আমেরিকা জুড়ে অবৈধ সোনার খনিতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে, বলিভার রাজ্যে সোনার খনি ধসে কমপক্ষে ৩০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ
ন্যাটো নির্ধারিত ব্যয় না করায় স্পেনের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক
সাদাছড়ি দিবসে নোয়াখালীতে র‌্যালি ও সভা
মাইলি নির্বাচনে হেরে গেলে আর্জেন্টিনায় সহায়তা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
মিরপুরে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিমের দুর্ঘটনাস্থল পরিদর্শন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রিমান্ডে
নাটোরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল
রাজধানীর শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
১০