সেনেগালে রিফ্ট ভ্যালি জ্বরের প্রাদুর্ভাবে ২০ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১০ আপডেট: : ১৫ অক্টোবর ২০২৫, ১৯:১৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া রিফ্ট ভ্যালি জ্বরের প্রাদুর্ভাবে সেনেগালে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। 

সেনেগালের রাজধানী ডাকার থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাসজনিত এই রোগটি মূলত প্রাণীদের পাশাপাশি মানুষকেও প্রভাবিত করে বিশেষ করে উত্তর সেন্ট লুইসের ১৫৯টি অঞ্চলের ১৭১ জন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, দেশে রিফ্ট ভ্যালি জ্বরে প্রথম শনাক্ত হয় ২০ সেপ্টেম্বর।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সেনেগালে ‘২০ জন মারা গেছেন এবং ১২৮ জন সুস্থ্য হয়েছেন’।

কর্তৃপক্ষ রিফ্ট ভ্যালি জ্বরে নিহত গবাদি পশুর সংখ্যা প্রকাশ করেনি।

এই রোগের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফ্লুর মতো জ্বর, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং মানুষের মধ্যে মাথাব্যথা, অন্যদিকে গবাদি পশুর ক্ষেত্রে জ্বর এবং রক্তক্ষরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০