বলিভিয়ায় জ্বালানি সংকটে নির্বাচনী ব্যালট বিতরণে ব্যাঘাত

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জ্বালানির তীব্র ঘাটতি বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করছে। এবারের নির্বাচনে দুই দশকের বামপন্থী শাসনের পর দক্ষিণ আমেরিকার দেশটি ডানপন্থী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার একজন নির্বাচনী কর্মকর্তা এ তথ্য জানান।

লাপাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রোববারের নির্বাচনে ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগা ও মধ্য-ডানপন্থী সাবেক মেয়র রদ্রিগো পাজ মুখোমুখি লড়বেন।

বলিভিয়ায় প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনীতিক পরিস্থিতি বিরাজ করছে। বিষয়টি এবারের নির্বাচনকে বিশেষভাবে প্রভাবিত করছে।

জ্বালানি ও মুদ্রার তীব্র ঘাটতি, বার্ষিক ২৩ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতি বিদায়ী সমাজতন্ত্রীদের ওপর ভোটারদের ক্ষুব্ধ হওয়ার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বলিভিয়ায় ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা না থাকায় দেশব্যাপী প্রতিটি ভোটকেন্দ্রে হাতে হাতে ব্যালট বিতরণ করতে হয়।

প্রায় ৯ হাজার ১০০টি ভোটকেন্দ্র নিয়ে লাপাজ বলিভিয়ার পূর্ব সান্তা ক্রুজ বিভাগের পরে দ্বিতীয় সর্বাধিক জনবহুল বিভাগ।

বিদায়ী প্রেসিডেন্ট লুইস আর্সের সরকার ব্যয়বহুল জ্বালানি ভর্তুকি বজায় রাখার জন্য দেশের ডলারের রিজার্ভ প্রায় পুরোপুরিই ব্যবহার করে ফেলেছে।

কুইরোগা ও পাজ উভয়ই গণপরিবহন সংস্থা ও দুর্বল অর্থনৈতিক খাতছাড়া জ্বালানি ভর্তুকি কমিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০