ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সীমান্তে নতুন করে সংঘর্ষে কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকার আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (০১০০ জিএমটি) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
কাবুলের তালেবান কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।