ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৭

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : শাটডাউন চলাকালে সরকারি কর্মীদের ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের বিচারক সুসান ইলস্টন বুধবার এ নির্দেশ দেন।

শ্রমিক ইউনিয়নগুলোর মামলা দায়েরের পর আদালত এই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে। সরকারি কর্মীদের ছাঁটাইকে অবৈধ বলে অভিযোগ আনে ইউনিয়নগুলো।

এর আগে হোয়াইট হাউস জানায়, মার্কিন সরকারের শাটডাইনকালে অন্তত ১০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।

হোয়াইট হাউসের বাজেট দফতরের প্রধান রাস ভট ‘দ্য চার্লি কার্ক শো’-এর সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় সংখ্যাটা ১০ হাজারেরও বেশি হতে পারে। আমরা প্রশাসনিক আমলাতন্ত্র বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে চাই।’

সরকারি ব্যয় বরাদ্দ নিয়ে কংগ্রেসে অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে শাটডাউন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।

এমন অবস্থায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুমকি অনুযায়ী কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আদালতে শুনানির সময় সরকারি কর্মীদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানান বিচারক ইলস্টন।

তিনি আরও বলেন, ‘প্রমাণ থেকে দেখা যাচ্ছে, বাজেট দফতর এবং কর্মী ব্যবস্থাপনা দফতর সরকারি কার্যক্রমের স্থবিরতাকে কাজে লাগিয়ে ধরেই নিয়েছে, এখন কোনো নিয়ম-নীতি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।’

অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ডেমোক্র্যাটরা যদি নভেম্বরের মধ্যে সরকারে অর্থ বরাদ্দের প্রস্তাবে সমর্থন না দেয়, তাহলে বিরোধীদল সংশ্লিষ্ট বলে বিবেচিত কর্মীদের ব্যাপক ছাঁটাই করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ
দিনাজপুরে লড়ির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত
রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক দোষী সাব্যস্ত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান
মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান ফ্রান্সের
চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন
হাত ধোয়া দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি
ইন্দোনেশিয়ায় তেল ট্যাঙ্কারে আগুনে ১০ জন নিহত
বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত
১০