রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক দোষী সাব্যস্ত

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:০২

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের একটি আদালত মার্কিন দূতাবাসের সাবেক নিরাপত্তারক্ষী নরওয়ের এক নাগরিককে তিন বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছেন। 

অসলো থেকে এএফপি এ খবর জানায়।

২৮ বছর বয়সী নরওয়েজিয়ান ব্যক্তিকে ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বরের মধ্যে মার্কিন দূতাবাসের মেঝে পরিকল্পনা, দূতাবাস কর্মীদের এবং তাদের পরিবারের ব্যক্তিগত তথ্য এবং কার্যকলাপ সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

গতকাল বুধবার আদালতের রায়ে বলা হয়েছে, বিনিময়ে তাকে রাশিয়ান গোয়েন্দা সংস্থা থেকে ১০ হাজার ইউরো (১১,৭০০ মার্কিন ডলার) এবং ইরানি গোয়েন্দা সংস্থা থেকে ০.১৭ বিটকয়েন প্রদান করা হয়েছিল।

বৃহস্পতিবার প্রকাশিত রায়ে অসলোর আদালত বলেছে, তথ্যগুলো ‘এমন প্রকৃতির যা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ এবং শারীরিক আক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে।’

আদালত উল্লেখ করেছেন, ‘অভিযুক্ত ব্যক্তি বুঝতে পেরেছেন, এই তথ্য প্রকাশ করলে মার্কিন নিরাপত্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে’।

বিচারের সময় অভিযুক্ত ব্যক্তি গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, গাজায় ইসরাইলের আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ছিল, কিন্তু যে গুরুতর গুপ্তচরবৃত্তির অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তা অস্বীকার করেছেন।

তিনি যুক্তি দিয়েছেন, তিনি যে তথ্য প্রেরণ করেছিলেন তা গোপনীয় ছিল না।

নরওয়ে, সার্বিয়া বা তুরস্কে, তিনি রাশিয়ান অথবা ইরানি কর্তৃপক্ষকে দূতাবাসের কূটনীতিক এবং কর্মচারীদের, সেইসাথে তাদের স্ত্রী এবং সন্তানদের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং লাইসেন্স প্লেট নম্বর সরবরাহ করেছিলেন।

তিনি দূতাবাসের পরিকল্পনা, নিরাপত্তা রুটিন এবং নরওয়েজিয়ান গোয়েন্দা সংস্থা দ্বারা ব্যবহৃত মেইল পরিষেবাগুলোর একটি তালিকাও পাঠিয়েছিলেন।

প্রসিকিউশন এই অপরাধের জন্য ছয় বছর চার মাসের কারাদণ্ড চেয়েছিল। অথচ নরওয়েতে এরকম অপরাধের শাস্তি ২১ বছর পর্যন্ত কারাদণ্ড।

নরওয়েজিয়ান গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে রাশিয়া, ইরান এবং চীনকে নরওয়েতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনাকারী প্রধান দেশ হিসেবে চিহ্নিত করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
সোবহানার হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৯৮ রান
লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী 
কাভার্ডভ্যানে ইয়াবার চালান : চট্টগ্রামে চালক ও সহকারীর যাবজ্জীবন
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ নির্বাচন বিষয়ে ইসির সমন্বয় সভা ২২ অক্টোবর
প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক : আন্দোলন স্থগিত
ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি : সালাহউদ্দিন
সিইপিজেড-এ আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনীর সহায়তা, ২৫ শ্রমিক উদ্ধার
১০