ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজ্জোর প্রদেশে একটি বাসে বিস্ফোরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তত পাঁচ জন কর্মী নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত তেল স্থাপনার রক্ষীদের বহনকারী একটি বাসে চলন্ত অবস্থায় বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় পাঁচ জন নিহত ও বেসামরিক পথচারীসহ মোট ১৩ জন আহত হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, দেইর ইজ্জোর ও মায়াদীনের মধ্যবর্তী সড়কে বাসটিতে এই বিস্ফোরণ ঘটে।
এই হামলায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সম্ভবত ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত।